টাঙ্গাইলে আইন পাসের দাবিতে আইনজীবী সহকারিদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ | ৫২৯

বাংলাদেশ আইনজীবী সহকারি সমিতি কেন্দ্রীয় কমিটি কর্তৃক আইনজীবী সহকারি কাউন্সিল (ল-ক্লার্ক) আইন পাসের দাবিতে টাঙ্গাইলে কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৮জানুয়ারি) সকালে টাঙ্গাইল আইনজীবী সহকারি সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় কার্যালযের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সহকারি সমিতির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আরিফ হোসাইন, সাবেক সভাপতি আব্দুল মান্নান শিকদার প্রমুখ। এসময় জেলা আইনজীবী সহকারি সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আমরা ভাত চাই না, কাপড় চাই না। আমরা আইন পাশ চাই। বর্তমান সরকারের দেশের সার্বিক উন্নয়ন করছেন। সরকারের প্রতি আমার আস্তা আছে। আমাদের বিশ^াস সরকার আমাদের এ আইনও পাশ করবেন।