নৌকা মার্কায় ভোট চাইতে জনগণের কাছে যেতে হবে-ছানোয়ার হোসেন


টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন নৌকা মার্কায় ভোট চাইতে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনকে ঘিরে নৌকার পক্ষে সবাইকে একত্রে কাজ করতে হবে। দলের মধ্যে ঐক্য রাখতে হবে। ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। নৌকাকে অবশ্যই বিজয়ী করতে হবে।
সোমবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় পারদিঘুলীয়া তৃণমূল ভবনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর- ৫ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তৃণমূল নেতাদের উদ্দেশে ছানোয়ার হোসেন বলেন বিগত ১০ বছরে আওয়ামী লীগের টানা দুই সরকারের সময়ে উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল নেতাদের দায়িত্ব নিতে হবে। এত উন্নয়ন বাংলাদেশে কবে হয়েছে? কোনো সরকার করতে পেরেছে? পারেনি। তাহলে কেন অন্য দল ভোট পাবে? তিনি বলেন, নির্বাচনে জনগণ ভোট দেবে। ভোট চুরি, ভোট ডাকাতি করে কেউ ক্ষমতায় আসতে পারবে না। জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আমরা ভোট চুরির বদনাম নিতে চাই না। জনগণের মন জয় করে তাদের ভোট নিয়ে ক্ষমতায় আসতে হবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল মহিলা সংরক্ষিত আসনের এমপি মনোয়ার বেগম, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু,জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান আনসারী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম এডভোকেট, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, সদর উপজেলা যুগ্ম- সাধারন সম্পাদক হযরত আলী,জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম খান, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, প্রমুখ।