রেকর্ড পরিমাণ মনোনয়নপত্র দাখিল অংশগ্রহণমূলক নির্বাচনের প্রথম ধাপ: সিইসি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:২১ এএম, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮ | ৪৩৩

কোন ধরনের সহিংসতা ছাড়া রেকর্ড পরিমাণ মনোনয়নপত্র দাখিলের বিষয়কে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রথম ধাপ বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

এই ধারা অব্যাহত রাখতে দল বা ব্যক্তির পরিচয়কে আমলে না রেখে নির্বাচনী মাঠে সব প্রার্থীদের সমান সুযোগ দিতে প্রিসাইডিং অফিসারদের নির্দেশ দিয়েছেন তিনি।

একইসঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সরকারি কর্মকর্তাদের প্রতি সেই নির্দেশও দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

বৃহস্পতিবার নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

এসময় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন: ভোটগ্রহণে ৭ লাখ সরকারি কর্মকর্তার প্যানেল রেডি এবং ভোটের ৭ দিন আগে তাদের নিয়োগ দেয়া হবে।