শীতের শুরুতেই বেড়েছে শিশু রোগ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:০০ এএম, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮ | ৮১৩
শীতের শুরুতেই নওগাঁয় আশঙ্কাজনকভাবে বেড়েছে শিশুর নিউমোনিয়া, পেটের পীড়া ও ব্রংকাইটিস রোগ। গত এক সপ্তাহে প্রায় ১ হাজার শিশু সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে । এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছে ১শর অধিক শিশু। হঠাৎ শিশু রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
 
শিশু বিশেষজ্ঞরা বলছেন, বিরূপ আবহাওয়ার কারণে বেড়েছে শিশু রোগের প্রকোপ । এ ক্ষেত্রে শিশুদের শীত থেকে নিরাপদ রাখার পরামর্শ তাদের।


হঠাৎ শিশু রোগের চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সদর হাসপাতালে মাত্র ২০টি শিশু বেডের বিপরীতে শতাধিক শিশু ভর্তি হওয়ায় আলাদা কেবিনে জায়গা করা হয়েছে।

নওগাঁ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুন বলেন, সেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি না, সমস্যা হচ্ছে বেড নিয়ে। এক বেডে দুই থেকে তিনটা বাচ্চাকে রাখছি, তাই তারা থাকতে চাচ্ছে না।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মনির আলী আকন্দ বলেন, ঔষধ আমাদের কাছে মোটামুটি আছে। বেডের সমস্যা আছে তবে যে রোগীর খুব দরকার তাকে আমরা আলাদা করে দিতে পারি।

শিশু রোগের কারণে বিচলিত হয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞরা