নাগরপুরে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২২ পিএম, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮ | ৪১৪

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী পৃথক ভাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বুধবার সকালে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।

প্রথমে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী ( নৌকা প্রতীক) জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু মনোনয়ন পত্র জমা দেন।

এর পরপরই মনোনয়ন পত্র জমা দেন বিএনপি প্রার্থী সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাড. গৌতম চক্রবর্তী।

মনোনয়ন দাখিলের পর আওয়ামী লীগ প্রার্থী আহসানুল ইসলাম টিটু প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে এ আসনটি নেত্রীকে উপহার দেবে।

বিএনপি প্রার্থী অ্যাড. গৌতম চক্রবর্তী তার প্রতিক্রিয়ায় বলেন, নাগরপুর-দেলদুয়ারের মাটি বিএনপি’র ঘাটি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে অনায়াসে আসনটি পুনরুদ্ধার করা যাবে।