নাটোরের বাগাতিপাড়ায় কৃষকের বসতবাড়ি দখলের চেষ্টা


নাটোরের বাগাতিপাড়ায় কৃষক আমজাদ হোসেনের হকদখলীয় সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুর ডুমরই ঢাকাপাড়া গ্রামের মোহাম্মদ আলী খাঁর ছেলে আমজাদ আলী খাঁ এর হক দখলীয় সম্পত্তিতে বাড়িঘর করে দীর্ঘদিন যাবৎ বসবাস করছে। অভিযোগ উঠেছে বসতবাড়ির সাথে দুই শতক জমি জোর পূর্বক দখলের চেষ্টা করে একই গ্রামের সুরুজ আলী। এ ঘটনায় আমজাদ আলী খাঁ আদালতে মামলা দায়ের করেন প্রতিপক্ষ সুরুজ আলী সহ বেশ কয়েজনের বিরুদ্ধে। মামলা নং ৯৬পি/১৮।
ভুক্তোভোগী আমজাদ আলীর দাবি, ‘আমার হক দখলীয় সম্পত্তিতে দীর্ঘনি যাবত বাড়ি আছে। জমির দলিল, ডি.সি.আর এবং খাজনা খারিজের সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরেও ভুমিদস্যু সুরুজ আলী জোর পূর্বক দখল করার চেষ্টা করে।’ এমনকি আদালতে আশ্রয় নিলে প্রতিপক্ষরা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে জানান তিনি।
তবে অভিযোগ অস্বিকার করে অভিযুক্ত সুরুজ আলী দাবি করেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। ওই জমির কোন কাগজপত্র তার কাছে নাই। আমি কারো জমি দখল করার চেষ্টা করি নাই। আমার জমি আমারই আছে।’
বিবাদমান ওই সম্পত্তি নিয়ে আদালতে আশ্রয় নেয়া বাদী পক্ষের আইনজীবি (নাটোর জজ কোর্ট) হাসান সৈকত বলেন, ‘আইনী সকল কাগজপত্র এবং বাদীর দখলে ওই সম্পত্তি থাকার পরেও প্রতিপক্ষ হুমকি দেয়া সহ জমিটি বেদখল করার চেষ্টা করছে, যা আইন সিদ্ধ নয়। শুধুমাত্র পেশী শক্তি দিয়ে এভাবে একজনের হকদখলীয় সম্পত্তি দখল করা যায় না।’
এ ব্যাপারে উপজেলা ভ‚মি অফিসের সার্ভেয়ার আবু সায়েম বলেন, ‘আদালতের নির্দেশনায় বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই সম্পত্তির প্রয়োজনীয় পেপার্স যাচাই করে সঠিক প্রতিবেদন দাখিল করা হবে।’
তবে উপজেলার ডুমরই ঢাকাপাড়ার সম্পত্তি দখলের ঘটনায় আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে যা করণীয়, তা করা হয়েছে বলে জানান বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।