সরকারি সা’দত কলেজে একক কবিতা ও গানের অনুষ্ঠান ‘অপার আলো’ অনুষ্ঠিত

আবু কাওছার আহমেদ
প্রকাশিত: ০৪:২৭ পিএম, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮ | ৪০০

আলীগড় নামে খ্যাত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান মো. আনোয়ারুল ইসলাম বাবুল (বাবুল আনোয়ার) এর একক কবিতা ও গানের অনুষ্ঠান ‘অপার আলো’ অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর সোমবার দুপুরে সরকারি সা’দত কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আ.ফ.ম. শফিকুর রহমান। সরকারি সা’দত কলেজের উপাধাক্ষ্য প্রফেসর আলীম মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাইমুল হাসান, বাবুল আনোয়ারের সহধর্মিনী সালমা আক্তার শেলী।

এসময় বক্তব্য রাখেন সরকারি সা’দত কলেজের ইংরেজি বিভাগের সাবেক সহকারি অধ্যাপক কুশল ভৌমিক, বাংলা বিভাগের প্রধান প্রফেসর কামরুজ্জামান সরকার, সমাজকর্ম বিভাগের প্রধান প্রফেসর আবুল খায়ের, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মৃদুল চন্দ্র, সহযোগী অধ্যাপক সাহেদুল কবির প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি সা’দত কলেজের বাংলা মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শেখ মো. আল-আমিন। এসময় কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগেও সরকারি সা’দত কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান মো. আনোয়ারুল ইসলাম বাবুল এর গ্রন্থ শিক্ষাব্যবস্থাপনা বিষয়াদি (১৯৯৬) তবুও রয়েছি জেগে (১৯৯১) সুবর্ণ সৃঙ্খল, (১৯৯৭) জানালায় দাড়িয়ে নদী (২০০৭), ভালোবাসার লিরিক (২০১৮) বাংলাদেশ ও বিশ্বের ডায়েরী প্রকাশিত হয়েছে।