কলেজ ছাত্র আটক
প্রেমে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে মারপিট


নাটোরের বড়াইগ্রামে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় এক স্কুলছাত্রীকে (১৫) বেধড়ক মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার রাতে অভিযুক্ত কলেজ ছাত্র ফিরোজ হোসেন (১৮) কে আটক করেছে পুলিশ।
ফিরোজ বড়াইগ্রাম পৌরসভার চক বড়াইগ্রাম এলাকার আকবর হোসেনের ছেলে এবং বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। স্কুল ছাত্রীর পরিবার সুত্রে জানা যায়, কিছুদিন যাবৎ ফিরোজ বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু সে তার প্রস্তাবে সাড়া না দেয়ায় ফিরোজ ক্ষিপ্ত হয়।
রোববার বিকালে পাশর্^বর্তী রয়না গ্রামে অঙ্ক প্রাইভেট পড়তে যাওয়ার সময় ফিরোজ ঐ ছাত্রীর পথরোধ করে এলোপাথাড়ি কিলঘুষি মেরে তাকে রাস্তার উপর ফেলে দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় মেয়েটির অভিভাবকেরা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ রাতে ফিরোজকে আটক করে।
তবে এ ব্যাপারে জানতে চাইলে ফিরোজের পিতা আকবর আলী তার ছেলে ষড়যন্ত্রের শিকার বলে দাবী করেন। বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আবু হানিফ জানান, সোমবার তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।