মির্জাপুরে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১


টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ হাবিব মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত আটটার দিকে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পৌর এলাকার গাড়াইল গ্রামের হাজী আব্দুল লতিফের ছেলে।
জানা গেছে, হাবিব মিয়া দীর্ঘ দিন ধরে মির্জাপুরে ইয়াবার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আটটার দিকে মির্জাপুর থানার সহকারি উপপরিদর্শক মুশরাফিকুর রহমান ও সোহেলের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ হাবিবকে গ্রেপ্তার করে।
মির্জাপুর থানার সহকারি উপপরিদর্শক মুশরাফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি করার সময় মাদক কারবারি হাবিবকে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এসময় ক্রেতা পালিয়ে যান বলে তিনি উল্লেখ করেন।