নাটোরে ফেনসিডিলসহ যুবক আটক


নাটোরের বড়াইগ্রামে ডাকাগামী বাসে তল্লাশী চালিয়ে ২৬ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবককে আটক করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত রাত একটার দিকে বনপাড়া বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর আলশ কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মহিষডাঙ্গা গ্রামের মৃত দিয়ানত আলী সরদারের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার এসআই মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে বনপাড়া বাইপাস মোড়ে শৈলকুপা থেকে ঢাকাগামী নিউ এসবি সুপার ডিলাক্সে তল্লাশী চালানো হয়।
এ সময় ২৬ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। শুক্রবার তাদের নামে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।