নাগরপুরে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৭ পিএম, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮ | ৪৯২

টাঙ্গাইলের নাগরপুরে ব্যাটারী চালিত ভ্যানের ধাক্কায় ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার নাগরপুর-চৌহালী সড়কের দুয়াজানী নামক স্থানে।

নিহতর নাম নাজমুল হোসেন (৭)। সে দুয়াজানী গ্রামের মো. মঞ্জুর ছেলে। খবর পেয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাগরপুর চৌহালী পাকা সড়কের দুয়াজানী নামক স্থানে নিহত নাজমুল হোসেন রাস্তা পারাপারের সময় চৌাহালী থেকে নাগরপুর আসার পথে একটি ব্যাটারী চালিত একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে নাজমুল পাঁকা রাস্তার মধ্যে পরে গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নাজমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক এ নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এলাকাবাসী ব্যাটারী চালিত ঘাতক ভ্যানটি আটক করলেও ভ্যান চালক পালিয়ে যায়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ জানান, শনিবার সকালে নাগরপুর চৌহালী সড়কের দুয়াজানী নামক স্থানে ব্যাটারী চালিত এক ভ্যান গাড়ীর ধাক্কায় এক শিশু নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।