এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ রশিদুল ইসলাম শেখ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার।
আজ বুধবার (১১ডিসেম্বর)সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোট দেন সমিতির সদস্যরা। ভোট গ্রহণ চলে দুপুর দুইটা পর্যন্ত।
শিক্ষকদের ২৫২ জন ভোটারের মধ্যে ১৯০ জন ভোট দিয়েছেন।
ভোট গণনা শেষে বিকাল ৪ টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম আকন্দ।
বঙ্গবন্ধু পরিষদ ঘোষিত প্যানেল ১৫টি পদেই জয়লাভ করেছে। পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন ড. মোঃ জুলহাস মিয়া ও মোঃ এমদাদুল হক (সহ-সভাপতি), মোঃ নাসির হুসেইন (যুগ্ম সাধারণ সম্পাদক), মাহবুবুল হক ভূইয়া(কোষাধ্যক্ষ), জনাব ফিরোজ আহমেদ (সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), জনাব মোঃ মোকাদ্দেস-উল-আলম(প্রচার ও প্রকাশনা সম্পাদক)।
সাতটি কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জনাব কাজী ওমর সিদ্দিকী, জনাব মোঃ জিয়া উদ্দিন, জনাব মোঃ তোফায়েল আহমেদ, ড. জি.এম. মনিরুজ্জামান, ড. মাসুদা কামাল, জনাব মেহেদি হাসান, ড. মোঃ শামিমুল ইসলাম ও জনাব মোঃ সাদেকুজ্জামান।