নাগরপুরে বার্ষিক পরীক্ষার সময় পরিচালনা কমিটির

নির্বাচনী তফসিল ঘোষনায় এলাকায় উত্তেজনা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩০ পিএম, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮ | ৪৫৭

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া বি.সি.আর.জি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি সদস্য নির্বাচনের বার্ষিক পরীক্ষা চলাকালিন সময় তফসিল ঘোষনা করায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মনিরুজ্জামান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের নিয়ে বৈঠক করেন।এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান সিদ্দিক, আরিফুল ইসলাম, মো. রফিকুল ইসলাম মো, রুহুল আমিন খান,মো, নজরুল ইসলামসহ এলাকার গনম্যান ব্যক্তিবর্গ।

জানা যায়, আগামী ২৮ নভেম্বর থেকে স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হবে।পাকুটিয়া বি.সি.আর.জি উচ্চ বিদ্যালয় কর্তুপক্ষ তরিঘরি করে আগামী ২ ডিসেম্বর ২০১৮ ম্যানেজিং কমিিিটর নির্বাচনের তারিখ নির্ধারন করে তফসিল ঘোষনা করেছে।

ঘোষিত তফসিল স্থাগিত করে বার্ষিক পরীক্ষা শেষ হলে পনরায় তফসিল ঘোষানার জন্য ১৮ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।

অভিযোগ ও এলাকা সূত্রে জানা যায়, আগামী ২৮ নভেম্বর থেকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা এবং ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শামীম এবং নামের প্রধান শিক্ষক মো. শামীম তাদের অশুভ উদ্দেশ্য হাসিলের লক্ষে তরিঘড়ি করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচনের তফসিল ঘোষনা করেছে। যা বর্তমান ম্যানেজিং কমিটির অধিকাংশসহ এলাকাবাসী অবগত নন এবং সভাপতি ও প্রধান শিক্ষক তাদের বাহামের লোকদের বিনাপ্রতিন্বিতয় মনোনীত করার জন্য তফসিলটি গোপন রাখেন।

পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজন শিক্ষার্থী সারা বছর পড়াশুনা করে বছর শেষে বার্ষিক পরীক্ষায় তার পড়াশুনার মূল্যায়ন করা হয়। পরীক্ষা চলাকালিন সময়ে বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলে প্রার্থীরা তাদের ভোটের জন্য ভোটারদের বাড়ী বাড়ী যাবে। এতে শিক্ষার্থীদের পড়াশুনার ব্যপক ক্ষতি সাধান হবে। তিনি আরো বলেন, যেখানে আগমী ডিসেম্বর মাসের ৩০ তারিখে দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান শিক্ষক এবং বর্তমান সভাপতি তাদের বাহামভূক্ত লোকদের বিনাপ্রতিদ্বীতায় নির্বাচিত করার জন্য অসত উদ্ধেশ্য হাসিলের জন্য কাউকে না জানিয়ে তরিঘড়ি করে তফসিল ঘোষণা করেছে। এ ঘটনায় অভিভাবক ও এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকায় শান্তি ও শিক্ষার্থীদের শিক্ষার মান রক্ষার্থে এলাকাবাসী নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।