ঠাকুরগাঁওয়ে শিশু সমাবেশ অনুষ্ঠিত


আন্তর্জাতিক শিশু দিবস উদযাপনে ঠাকুরগাঁওয়ে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২০ নভেম্বর) সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামিক রিলিফ বাংলাশের আয়োজনে সংস্থার ঠাকুরগাঁও জেলা এসিসট্যান্ট প্রোগ্রাম অফিসার শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, আরকে ষ্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন, ইসলামিক রিলিফ বাংলাদেশের ঠাকুরগাঁও ফিল্ড অফিসার শামছুল হক ও সহকারী ফিল্ড অফিসার নীলুফার ইয়াসমিন, একেএম আক্তারুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলার ৩৯৪ জন এতিম শিশুকে শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক উন্নতির জন্য প্রতিমাসে ২৬ ইউরো এর সমপরিমান টাকা সহায়তা দেয়া হচ্ছে বলে জানানো হয়।
শেষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার কারনে ১৫ জন শিশুকে বিভিন্ন পুরস্কার প্রদান করেন অতিথিরা।