বালিয়াকান্দিতে অবৈধ বিলবোর্ড, পোষ্টাল অপসারন

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮ | ৪১০

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে অবৈধ বিলবোর্ড, পোষ্টার,ব্যানার ও তোড়ন এসব অপসারন করেছে প্রশাসন।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার সময় রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এসব অপসারন করা হয়।
অভিযানকালে বালিয়াকান্দি সদর, জঙ্গল ইউনিয়ন, নারুয়া ইউনিয়ন, নবাবপুর ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন, বহরপুর ইউনিয়ন ও জামালপুর ইউনিয়নের হাট বাজারে অবৈধ বিলবোর্ড, পোষ্টার,ব্যানার ও তোড়ন অপসারন করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন বলেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরনবিধি লংঘনের দায়ে অবৈধ বিলবোর্ড, পোষ্টার,ব্যানার ও তোড়ন অপসারন করা হয়।
এসময় বালিয়াকান্দি থানা পুলিশ সহযোগীতা করে।