আতোয়ার রহমান আর নেই


টাঙ্গাইল মেইন রোড ব্যবসায়ি সমিতির সদস্য ও টাউন লন্ড্রির স্বত্তাধিকারী আতোয়ার রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
রোববার সকাল সাড়ে ১০টায় পশ্চিম আকুর টাকুর পাড়াস্থ নিজ বাসভবন তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে অসংখ্য নাতি নাতনীসহ গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আতোয়ার রহমান টাঙ্গাইল ডক্টরস্ ক্লিনিক প্রাইভেট লিমিটেড এর মালিক মামুনুর রহমান মামুনের বাবা। রোববার বাদ মাগরিব টাঙ্গাইল বেবীস্ট্যান্ড কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জানাযা নামাজ শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হবে।