বেনাপোলে মহিলাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭ পিএম, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮ | ৫২৬

বেনাপোল সীমান্ত থেকে দুটি ইয়াবার চালানসহ দুই মাদক ব্যাবসায়িকে আটক করেছে বিজিবি।

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৮৫৪ পিস ইয়াবাসহ জামেনা বেগম ও শহিদুল ইসলাম নামে দুই মাদক ব্যাবসায়িকে আটক করেছে বিজিবি। এসময় একটি ভ্যান জব্দ করেন তারা। আটক জামেনা বেগম বেনাপোল সাদিপুর গ্রামের লিটন মিঢার স্ত্রী। সহিদুল ইসলাম বেনাপোল ভবেড়বেড় গ্রামের হযরত আলীর ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা সীমান্তের বটতলায় অভিযান চালিয়ে ৪১২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরভ্যান সহ মাদক ব্যবসায়ী সহিদুলকে আটক করে বিজিবি।

অপরদিকে বুধবার সকালে বেনাপোল সাদিপুর সীমান্তে অভিযান চালিয় ৫০০ ইয়াবাসহ জামেনা বেগম (৪৫) কে আটক করা হয় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব।

আটককৃত মাদকদ্রব্যসহ আসামীদের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে-বেনাপোল ও শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।