ধনবাড়ী-মধুপুর ১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন কিনেছে ৪ জন

হাফিজুর রহমান.মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৬ পিএম, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮ | ৫৭৫

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন কিনেছে বর্তমান এমপি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্য মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড. মো. আবদুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ইন্টারন্যাশনাল অটিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ রানা ব্ল্যাক এন্ড হোয়াট, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও একাধিক প্রতিষ্ঠানের সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার সবুজ, টেলিভিশন পর্দার নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমান।

এ আসনে মধুপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৬৬১ জন আর মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ১৯২ জন। ধনবাড়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪০ হাজার ৭৬৫ জন। মধুপুর-ধনবাড়ী এ দুই উপজেলা মিলে এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৬০৮ জন।