মন্ত্রী ছায়েদুলর জানাজা রোববার সকাল সাড়ে নয়টায় সংসদে, এরপর ১১টায় নাসিরনগরে


মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের প্রথম জানাজা রোববার সকাল সাড়ে নয়টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়ের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা মো. শাহ আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার সকাল সাড়ে নয়টায় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে লাশ হেলিকপ্টারে নির্বাচনী এলাকা নাসিরনগরে নেওয়া হবে। সেখানে বেলা ১১টায় আশতোশ পাইলট হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা হবে।
এরপর গ্রামের বাড়ি পূর্বভাগে বাদ জোহর তৃতীয় ও শেষ জানাজার পর মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
মরহুমের একমাত্র ছেলে ডা. এএসএম রায়হানুল হক জানিয়েছেন, শনিবার বাবার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হবে। রোববার সকাল আটটায় সবার শ্রদ্ধা জানানো ও জানাজার জন্য মরদেহ সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে।
শনিবার সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন প্রবীণ রাজনীতিক এবং মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।