ভূঞাপুর থানা কম্পাউন্ডে চৌকিদারী প্যারেড অনুষ্টিত

ভূঞাপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৭ এএম, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮ | ৪৬৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ নভেম্বর সোমবার দুপুর ১ ঘটিকায় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে ভূঞাপুর থানা কম্পাউন্ডে চৌকিদারী প্যারেড অনুষ্টিত হয় ।

আসন্ন নির্বাচন উপলক্ষে ও এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্তে চৌকিদার ও দফাদারদের নিজ নিজ দায়িত্ব কর্তব্য সম্পর্কে অফিসার ইনচার্জ মহোদয় অবহিত করেন। ভাল কাজের স্বীকৃতি স্বরুপ অর্থ পুরস্কার প্রদান করেন।

এ সময় ভূঞাপুর থানার অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন। প্যারেড শেষে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।