টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে আ’লীগ নেতার মত বিনিময়

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:২৫ পিএম, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮ | ৪৩২

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আতাউল মাহমুদ সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।

৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ বলেন, বর্তমান রাজনীতিতে আধুনিকতার ছোয়া পেয়েছে। তাই আমি বাসাইল সখীপুরকে আধুনিক করতে চাই।

বাসাইল সখীপুরে গ্যাস সংযোগ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রাস্তাঘাটের উন্নয়নসহ সর্বক্ষেত্রের উন্নয়ন করবো। গত সংসদ নির্বাচনে মানবিক কারনে অনুপম শাজাহান জয়কে নমিনেশন পেয়েছিলো। এবার আমার কেন্দ্রে ভাল অবস্থান থাকায় আমি নমিনেশন পাবো বলে আশা করছি। ইতি পূর্বেও দলের জন্য অনেক কাজ করেছি।আগামীতে দল ও মানুষের সেবা করার জন্য কাজ করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. তৌহিদুল ইসলাম, টেক্সাইল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. ইকবাল হোসেন প্রমুখ।