টাঙ্গাইলে ৫টি বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ছানোয়ার হোসেন এমপি


বুধবার টাঙ্গাইল সদর উপজেলায় ৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন। ।
এদিন সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিটি বিদ্যালয়ে উপস্থিত থেকে তিনি এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
যেসব বিদ্যালয়গুলোর ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে তা হলো- কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর ৪ তলা ভিত বিশিষ্ঠ এক তলা একাডেমিক ভবন, মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় এর ৪ তলা একাডেমিক ভবন, অলোয়া বরোটিয়া বিদ্যালয় এর ৪ তলা একাডেমিক ভবন,আদি টাঙ্গাইল বিদ্যালয় এর ৪ তলা একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্পাসারণ কাজ ও বড়বৈন্যাফৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের।
এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামীরীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, , আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন কিসলু, টাঙ্গাইল উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বকুল, টাঙ্গাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল রহমান সাগর, দাইন্যা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসেন ,সাধারণ সম্পাদক মো. নুরু সহ ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ এলাকার ব্যক্তিবর্গ।