মির্জাপুরে পুলিশের উদ্যোগে উঠান বৈঠক

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৩ পিএম, শনিবার, ৭ অক্টোবর ২০১৭ | ৫২১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকেলে হাটুভাঙ্গা বাজারে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ প্রতিরোধে এ অনুষ্ঠান হয়।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির আয়োজনে উঠান বৈঠকে অন্যদের মধ্যে টাঙ্গাইলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. শাহাদত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার, বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহিরুল হক ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।