টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতিসহ ৩৪ জনের নামে মামলা


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) টাঙ্গাইল জেলার সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের ৩৪ জনের নামে বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (৬ নভেম্বর) সদর মডেল থানার উপ-পরিদর্শক আমীর হামজা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
ইতোমধ্যে আটক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ ১৪ জনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।