২৮৫০ ইয়াবাসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮ | ১১১৬

বিপুল পরিমাণ ইয়াবা ও এক মহিলাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাবের সদস্যরা।

বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টাঙ্গাইল পৌরএলাকার নতুন বাসস্ট্যান্ডের নাভানা সিএনজি ফিলিং স্টেশনের পূর্ব পাশে শুকুর মাহমুদের হোটেলের ভিতর অভিযান চালিয়ে এক মহিলাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ২৮৫০ পিছ ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের গোলাম রহমান ছেলে মোঃ জিয়াউল হক (৩৫), কক্সবাজারের টেকনাফ এর নীলা পূর্বপানখালী কালা মিয়ার ছেলে মোঃ মোস্তাক আহমেদ (২৮), কক্সবাজারের বাহারছড়ার মোঃ মোস্তাক মিয়ার স্ত্রী তানিয়া (২৩)।

আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ইয়াবা কক্সবাজার থেকে সংগ্রহ করে টাঙ্গাইল জেলা শহর এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রি করে আসছিল দাবি করে তিনি বলেন, টাঙ্গাইল জেলার শহর এলাকাসহ আশপাশের থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করছিল এই চক্রটি। পাশাপাশি নতুন ইয়াবা সেবী তৈরি করতে যুবকদের মাদক সেবনেও উদ্ভুদ্ধ করে আসছিল বলে তিনি জানান।

গ্রেফতারকৃত বিরুদ্ধে টাঙ্গাইল র‌্যাবের পুলিশ পরিদর্শক মোঃ সবুজ মিয়া বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন বলেও তিনি নিশ্চিত করেন।