এরআগে বৈঠকে বসবেন তারা

ড. কামালের বাসভবন থেকে গণভবনে যাবেন ঐক্যফ্রন্ট নেতারা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ এএম, বুধবার, ৭ নভেম্বর ২০১৮ | ৪২৯
ফাইল ছবি

ড. কামাল হোসেনের নেতৃত্বেই ক্ষমতাসীন জোটের সঙ্গে সংলাপে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। সংলাপে যাওয়ার আগে তার বেইলি রোডের বাসায় বৈঠকে বসবেন। এরপর গণভবনের উদ্দেশে রওনা হবেন সংগঠনটির নেতারা।

ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সুলতান মুহাম্মদ মনসুর বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ৭ দফা নিয়ে সংলাপে বসবেন তারা।

ড. কামাল কি সংলাপে যাচ্ছেন- এমন প্রশ্নে সুলতান মনসুর বলেন, ‘হ্যাঁ অবশ্যই। কেন যাবেন না? তার নেতৃত্বেই যাচ্ছি।’

গত রাতে হঠাৎ করেই শোনা যায়, ড. কামাল হোসেন আজকের সংলাপে অংশ নিচ্ছেন না।

এরপর গণফোরাম মহাসচিব মোস্তফা মহসীন মন্টুর সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি বলেন, ‘ড. কামাল হোসেনের শরীরটা একটু খারাপ। আমরা এখন তাকে দেখতে যাচ্ছি, তার সঙ্গে পরামর্শ করতে। যদি শরীর ভালো থাকে তিনি যাবেন।’

এ সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের দাবিগুলোতে সাংবিধানিক বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।

সংবিধানের ভেতর থেকে নির্বাচন করা সম্ভব এরকম কিছু প্রস্তাবনা তাদের কাছে আছে বলে জানান মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে৷ আমরা সেসব প্রস্তাবনা দেব। তারা গ্রহণ করলে ভালো।’

যদি সংলাপ ফলপ্রসু না হয় কি করবেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা আবারও চেষ্টা করবো। দরজা খোলা আছে।’

সংলাপে ঐক্যফ্রন্টের প্রতিনিধিদের মধ্যে কামাল হোসেন ছাড়াও থাকবেন, আ স ম আব্দুর রব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মোস্তফা মহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, আবদুল মালেক রতন ও সুলতান মোহাম্মদ মনসুর।

গত বৃহস্পতিবার গণভবনে প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়। সেই সংলাপের পর জাতীয় ঐক্যফ্রন্ট দাবি করে, বিশেষ কোনো সমাধান হয়নি। আন্দোলন চলবে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, সংলাপে অনেক বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আরো আলোচনা চলবে।

এরই মধ্যে গত ৪ নভেম্বর ৭ দফা দাবির সাংবিধানিক এবং আইনগত দিক বিশ্লেষণের জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে  আবারো চিঠি দেয় জাতীয় ঐক্যফন্ট।

চিঠি পেয়ে ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় সংলাপের জন্য বুধবার দিন নির্ধারণ করা হয়।