বেনাপোলে ৩৪৯ বোতল ফেন্সিডিলসহ একজন আটক


খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ৭ (নভেম্বর) সকাল ৭ টার সময় বেনাপোলের খলসি মাঠ থেকে আমজাদ হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে । আটক আমজাদ হোসেন ঝিকরগাছার সিওরদা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের খলসি মাঠ দিয়ে বিপুল পরিমান একটি ভারতীয় ফেন্সিডিলের চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পারি বেনাপোলের খলসি গ্রামের মাঠে অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৩৪৯ বোতল ফেন্সিডিলসহ পাচারকারীকে আটক করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্ল্যাহ সরকার (পিবিজিএমএস) জানান, বেনাপোলের খলসি মাঠ থেকে ৩৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আমজাদ হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে।