টাঙ্গাইলে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার


টাঙ্গাইল জেলার সদর উপজেলার গালা ইউনিয়নে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার বিকালে র্যাব-১২, গোপন সংবাদ এর ভিত্তিতে সদর থানার গালা বাজারে নয়ন আলি (৬০) দোকান ঘরের সামনে থেকে ১০পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সবুজ মিয়া (২৫) । সে টাঙ্গাইল জেলার সদর উপজেলার গালা বাজারে গ্রামের নান্নু মিয়া এর ছেলে।
র্যাব সুএ জানা যায় র্যাব-১২, সিপিসি-৩,টাঙ্গাইল কোম্পানী কমান্ডার মোঃ খলিলুর রহমান সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে
একটি আভিযানিক দল গালা বাজারে নয়ন আলি (৬০) দোকান ঘরের সামনে থেকে অভিযান পরিচালনা করে ১০পিচ ইয়াবাসহ সবুজ মিয়াকে গ্রেফতার করেন।
আসামীকে জিজ্ঞাসাবাদে জোনা যায়, সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়বা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।
র্যাব আরোও জানায় র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।