শেখ হাসিনার সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে -জামিলুর রহমান মিরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, রোববার, ২৩ ডিসেম্বর ২০১৮ | ৪৪৯

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরণ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের সময় সবচেয়ে লাভবান হয়েছেন আমাদের এ দেশে খেটে খাওয়া মানুষ। কারণ হতদরিদ্র ঘরের সন্তানেরা লেখাপড়া করতে পারেই নাই তাদের হাতে আজ বছরের প্রথম দিনে ৩৮ কোটি বই তুলে দিয়েছেন। আজকে তিনি উপবৃত্তি, বয়স্ক ভাতা,প্রতিবন্দী ভাতা, বিধবা ভাতা,মাতৃকালীন ভাতা ১৬ হাজার টাকা দিয়েছেন। শেখ হাসিনা সাধারন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই দেশকে ক্ষুদামুক্ত,দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।

রবিবার ২৩ ডিসেম্বর সকালে টাঙ্গাইল স্মৃতি পৌর উদ্যোনে টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে নারী সমাবেশে এসব কথা বলেন।


মিরণ নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেছেন আজ যারা দুই-তিনশত টাকার বিনিময়ে লাঙ্গনে ভোট চাইতে যান তাদের কাছে আমার অনুরোধ আপনারা টাকা নেন কোন অসুবিধা নাই কারণ এটা আপনাদের হক। আপনারা অনেকেই জানেন এই মনির সাব ঐ শেয়ার বাজারে ক্যালেংকারি করে কালো টাকার পাহাড় গড়েছে। এ কালো টাকা হক এ দেশের জনগণের । কাজেই কেউ টাকা দিলে খুব সন্দুর করে নিবেন তার মনে কষ্ট দিবেন না,কালো টাকা নিবেন নৌকা মার্কায় ভোট দিবেন। কারন এই দশ দিনে দুইশত করে টাকা দিবে আর প্রধানমন্ত্রী আমাদের সারা বছর ধরে দিয়ে যাচ্ছে কে বড় বেশি আমাদের প্রধানমন্ত্রী তিনি আমাদের কষ্ট বুঝেন।

কাজেই আপনাদের কাছে আমার অনুরোধ যারা সামান্য টাকা বিনিময়ে আমাদের ইমান কিনতে চায় তাদের জবাব দিন ৩০ তারিখে ছানোয়ার হোসেনের মার্কা নৌকা মার্কা ভোট দিয়ে। এই টাঙ্গাইল মুক্তিযুদ্ধোর টাঙ্গাইল এ টাঙ্গাইল আওয়ামীলীগের জন্ম হয়েছে মওলানা আব্দলি হামিদ খান ভাসানী ও শাসসুর রহমানের নেতৃত্বে আর এ টাঙ্গাইলের মানুষকে টাকা দিয়ে কিনা যায় না।

তিনি এসময় আরোও বলেন আপনারা অনেকেই দেখেছেন কিছু মহিলা কর্মী তারা আবার আমাদেরই মহিলা কর্মী,আমার হাতে গড়া সিডিসি কর্মীরা এক ভদ্র লোকের জন্য যিনি হঠাৎ হঠাৎ কোথা থেকে আসে এসে তার আবার নির্বাচন করার খায়েশ হয়েছে তিনি মহাজোটের প্রার্থী ছিলেন যেহেতু টাঙ্গাইলে কোন মহাজোটের প্রার্থী নাই জননেত্রী শেখ হাসিনা ছানোয়ার হোসেনকে নৌকা প্রতীক দিয়ে আওয়ামীলীগের প্রার্থী দিয়েছেন সেক্ষেত্রে ছানোয়ার হোসেনকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে হবে।

এসময় মিরণ বলেন আমি দল করি আমাদের দলের নির্বাচন করবো এটাই স্বাভাবিক সেই মনির আমাকে আমার মা তুলে খারাপ ভাষায় বকাঝোকা করে সে গুলো বকা গুলো ভাষায় প্রকাশ করা যাবে না। এই মনির বাকী মনির নামে টাঙ্গাইলে চিহিৃন্ত হয়েছে। তিনি মসজিদে মসজিদে অনুদান দিবে বলে কোথাও সে অনুদানের টাকা দেয় নাই,তোমার কাছে কে গেছে অনুদানের জন্য তুমি নিজেই এসেছো তাহলে দিবা বলে কেন দিলা না। মুসলিমপাড়ায় চারটি মসজিদে সে চার লক্ষ টাকা দিবে বলে সে এক টাকাও দেয় নাই। এই লোক কিভাবে আমাদের উন্নয়ন করবে। ছানোয়ার হোসেন পাঁচ বছর এমপি ছিলেন তিনি এ টাঙ্গাইলে উন্নয়ন করেছে সাহায্য করেছে। তিনি এমপি হওয়ার আগেও সাহায্য করেছে তার বাবা হাজী আবুল হোসেন সে কোন নেতা ছিলেন না এমপি ছিলেন না তার অনুদান সারা টাঙ্গাইলেই আছে। কাজেই ছানোয়ার সাহেবকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা এ টাঙ্গাইলে অব্যাহত রাখেন।