নন্দীগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন


বগুড়ার নন্দীগ্রামে ১০১৮-১৯ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে ১ হাজার ১৫ জন কৃষক ও কৃষানীর মাঝে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এছাড়া ধান, ভূট্রা, গম ও সরিষার বীজ বিতরন করা হয়।
উক্ত অনষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: নুরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান একে আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহা. মশিদুল হক, উপজেলা জাসদের সভাপতি কামরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদি।