মির্জাপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

শামসসুল ইসলাম সহিদ
প্রকাশিত: ০৬:০২ পিএম, রোববার, ৪ নভেম্বর ২০১৮ | ১০০১

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সাথে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল তিনটায় মির্জাপুর উপজেলা পরিষদ মিরনাযতনে এই পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুরুতে নবাগত জেলা প্রশাসককে উপজেলা প্রশাসন, প্রেসক্লাব এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিচিতি অনুষ্ঠানের পর এক আলোচনা অনুষ্ঠিত হয়।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক শহীদুল ইসলাম, সহারী কমিশনার (ভুমি ) মো. আজগর হোসেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক, মির্জাাপুর কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সাধারণ সম্পাদক মীর শরিফ মাহামুদ, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, মোজাহিদুল ইসলাম মনির, , কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান. ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ প্রমুখ।

নবাগত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম তার বক্তৃতায় সরকারের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন।