বিএনপি নেতা তরিকুল ইসলামের মৃত্যুবরণ


বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির সদস্য তরিকুল ইসলাম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি …রাজেউন)। রোববার বিকেল ৫টা ৫ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান চ্যানেল আই অনলাইনকে তরিকুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শোক জানিয়েছেন।
৭২ বছর বয়সী এই রাজনীতিক দীর্ঘদিন ধরেই কিডনি, ডায়াবেটিকসহ নানা জটিল রোগে ভুগছিলেন।গুরুতর অসুস্থ অবস্থায় তিনি অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন।
তরিকুল ইসলাম ১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোর শহরে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ্জ্ব আব্দুল আজিজ একজন ব্যবসায়ী ছিলেন। মাতা মোসাম্মৎ নূরজাহান বেগম ছিলেন একজন গৃহিণী।
তিনি দুই পুত্র সন্তানের জনক ছিলেন। স্ত্রী নারগিস ইসলাম ছিলেন তার অন্যতম রাজনৈতিক সহযোদ্ধা। তরিকুল ইসলাম যশোর সরকারি সিটি কলেজে উপাধ্যক্ষ পদেও দায়িত্ব পালন করেন।