সব এতিমেরা মিলে ঐক্যফ্রন্ট গঠন করেছে: সাদেক কুরাইশী

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০১:২০ পিএম, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮ | ৪৫৭

সব এতিমেরা মিলে ঐক্যফ্রন্ট গঠন করেছে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোহা. সাদেক কুরাইশী

সোমবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় গড়েয়া ফাযিল মাদরাসা আয়োজিত জেডিসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা কথা বলেন।

সাদেক কুরাইশি আরো বলেন, যারা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখেও সরকারের বিরোধিতা করে তারা অন্ধ৷

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজার রায় প্রসঙ্গে তিনি বলেন , এ রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে খালেদা জিয়া দুর্নীতিবাজদের নেত্রী৷

তিনি বলেন, যদি দুর্নীতির মামলা থেকে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় তাহলে তার আগে দেশের ছোটখাটো চোর-ডাকাতদের মুক্তি দিতে হবে ৷ কারণ খালেদা জিয়ার এদেশের সব থেকে বড় দুর্নীতিবাজ এবং চোর।

তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার আমলে দেশে কোনো লোডশেডিং নেই অথচ বিএনপি সরকারের আমলে লোডশেডিংয়ের কোনো সীমা ছিল না ৷বর্তমান সরকার সকল ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি অর্জন করেছে ৷

এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে সকলের কাছে আহ্বান জানান সাদেক কুরাইশী৷

মাদরাসা সভাপতি আক্তারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মারুফ হোসেন, গড়েয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, রবিন্দ্র নাথ মোদক, সদর উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক নাজমুল হোসেন হিমেল, ওলামা লীগ নেতা, জয়নাল আবেদিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল উদ্দিন, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফ আহমেদ শাহ্, পরিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ সোলায়মান আলী, মাও: শাহ্ জালাল ভূঁইয়া, মাদরাসার সহ সভাপতি আলহাজ্ব এনামুল হক, গর্ভনিং বডির সদস্য আমিনুর রহমান প্রমূখ।