বেনাপোল ডিগ্রী কলেজে দুর্নীতি প্রতিরোধ কমিটি’র মত বিনিময় সভা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৩ পিএম, রোববার, ২৮ অক্টোবর ২০১৮ | ৪৬২
সর্বগ্রামী দুর্নীতির কবলে আজ বিপন্ন মানব সভ্যতা সর্বনামা  এই সামাজিক ব্যাধিক মরন ছোবলে বর্তমান সমাজ জর্জারিত। সর্বোচ্চ প্রশাসন থেকে শুরু করে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি,শিক্ষানীতি, সাংস্কৃতি, বানিজ্য সহ সর্ব এই কিছু না, কিছু দুর্নীতির ছোঁয়া লেগেই আছে।
 
তাই দেশের বিবেচিত মানুষ মনে করে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে এটি একটি প্রধান অন্তরায় হিসেবে চিহিৃত। নীতি বিরুদ্ধ, অস্য উপায়ে অর্থ উপাজন ইত্যাদির কারন হিসেবে দুর্নীতির কার্যক্রম চিহিৃত করা হয়। দুর্নীতি মুক্ত সমাজ সবার কাম্য-অতএব এটাকে প্রতিহত করতে একা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র পক্ষে সম্ভব নয়। এব্যাপারে সকলকে এগিয়ে আসতে হবে। এজন্য সরকারের দুর্নীতি দমন কমিশন(দুদক) কর্তৃক দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
 
সারা দেশের ন্যায় যশোরের শার্শা উপজেলায়ও এর শাখা কমিটি রয়েছে। তারা উপজেলায় বিভিন্ন  সভা সমাবেশের মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
 
রবিবার(২৮/১০/১৮/ইং) তারিখ বেলা ১২ টার দিকে বেনাপোল ডিগ্রী কলেজে এমনই একটি মতবিনিময়  সভার আয়োজন করে শার্শা উপজেলার দুনীতি প্রতিরোধ কমিটি।
 
শাখা কমিটি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব আহসান উল্লাহ মাস্টারের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্কুল,কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীদেরকে দুর্নীতি সম্পর্কে জানা-অজানার বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি’র কর্মকর্তারা।
 
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিরোধ কমিটি’র শার্শা উপজেলার সাধারন সম্পাদক আক্তারুজ্জামান লিটু, বেনাপোল ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম বেনাপোল বাজার সরকারী প্রাইমারী স্কুলের ম্যানেজিং কমিটি’র সভাপতি সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মোঃ সাহিদুল ইসলাম শাহীন, সাধারন সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী, প্রচার সম্পাদক মোঃ রাসেল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ সেলিম রেজা তাজ, সহ-তথ্য যোগাযোগ ও গণসংযোগ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন বাবু, সদস্য-লোকমান হোসেন রাসেল, আইন সহায়তা কেন্দ্র(আসক)শার্শা উপজেলা কমিটি’র প্রচার সম্পাদক সহিদুল ইসলাম সহিদ এবং ফারুক হোসেন।