ঐক্য ফ্রন্টের মুখ বিএনপি ও মুখোশ ড. কামাল: তথ্যমন্ত্রী

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, রোববার, ২৮ অক্টোবর ২০১৮ | ৪৫৭

জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি ড. কামাল হোসেন কে নিয়ে যে ঐক্য ফ্রন্ট গঠন করেছে সেই ঐক্য ফ্রন্টের মুখ হচ্ছে বিএনপি ও মুখোশ হচ্ছে ড. কামাল।

এসময় তিনি আরো বলেন, খালেদা জিয়া দেশ বাসীকে দিয়েছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও লুটপাট আর আওয়ামীলীগের সময়ে সন্ত্রাসের বদলে বাংলাদেশ হয়েছে শান্তির দেশ। শেখ হাসিনার আমলে দেশ অন্ধকার থেকে আলোয় আলোকিত হয়েছে। এদেশে আর রাজাকারের সরকার নয় এ দেশের সরকার হবে মুক্তিযুদ্ধের।

নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে কেউ আসুক বা না আসুক যথা সময়ে দেশে নির্বাচন হবে। মিরজাফরেরা ঘাপটি মেরে বসে আছে যে কোন সময় পিছন থেকে আঘাত হানতে পারে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জামায়াত বিএনপি কে বাদ দিয়ে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা মার্কাকে জয় যুক্ত করতে হবে।

এসময় তিনি আরো বলেন, নন্দীগ্রাম-কাহালু এলাকার এমপি রেজাউল করিম তানসেন এই এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। আরো উন্নয়নের জন্য আগামী দিনেও তাকে এমপি হিসেবে দরকার। তাই তিনি আগামী নির্বাচনে ১৪ দলের প্রাথী হিসেবে আপনাদের কাছে ভোট চাইবে।

রবিবার বিকাল ৩টায় নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে নন্দীগ্রাম উপজেলা জাসদ আয়োজিত জন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

এসময় জাসদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে উক্ত জন সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নন্দীগ্রাম-কাহালু এর সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি একেএম রেজাউল করিম তানসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ নাট্যকার নাদের চৌধুরী ও রোকোনোজ্জামান রোকোন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গির আলম, কেন্দ্রীয় কমিটির গন-সংযোগ বিষয়ক সম্পাদক শফিকুল কবির স্বপন, কেন্দ্রীয় কমিটির সদস্য জাকিরুল হক টিটোন, এমদাদুল হক এমদাদ, বগুড়া জেলা জাসদের সহ-সভাপতি ইকবাল হোসেন রতন, কাহালু উপজেলা জাসদের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, নন্দীগ্রাম উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শাহিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নন্দীগ্রাম উপজেলা জাসদের দপ্তর সম্পাদক ফেরদৌস রহমান।

এমএমআর/মাসুদ রানা