সখীপুরে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:২২ পিএম, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮ | ৪১৫

টাঙ্গাইলের সখীপুরে ৩ দিন ব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মেলা উপলক্ষে বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় সখীপুর উপজেলা পরিষদের সামনে হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সখীপুর উপজেলা মাঠে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার। এ সময় উপজেলা নির্বাহী আফিসার জনাব মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, সহকারী কমিশনার (ভুমি) জনাব আয়শা জান্নাত তাহেরা, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মফিজুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি ইকবাল গফুর প্রমুখ।

উক্ত উন্নয়ন মেলায় ৫৪টি স্টলে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি জনগণকে বিভিন্ন ধরনের সরকারি সেবা প্রদান করা হবে।

এ ছাড়া তিন দিনের এ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবন্ধ রচনা, চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা বিনোদনমূললক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।