ডিসেম্বরে চালু হচ্ছে পঞ্চগড়-ঢাকা আন্তঃনগর ট্রেন পরিসেবা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০২ পিএম, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮ | ৫২৪
আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড়-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন পরিসেবা চালু হতে যাচ্ছে। আন্তঃনগর ট্রেন পরিসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল পঞ্চগড় পরিদর্শন করেছেন।
 
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) মৃনাল কান্তি বণিকের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (২৪ অক্টোবর) পঞ্চগড় রেল স্টেশন পরিদর্শন করেছেন।
 
পঞ্চগড় রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. মোশাররফ হোসেন জানান, প্রতিনিধি দলটি পঞ্চগড় রেল স্টেশনের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার পর্যবেক্ষণ করেন। পরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে পঞ্চগড় থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হবে বলে প্রতিনিধি দলের একটি সূত্র জানিয়েছে।
 
তিনি আরও বলেন, আমাদের এখানে কোনো রেল পুলিশ নেই। এখান থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হলে আরও জনবল প্রয়োজন হবে। মূলত আন্তঃনগর ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাই করার জন্যই সরেজমিনে উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল স্টেশন পরিদর্শন করেছেন।
 
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) মৃনাল কান্তি বণিক জানান, রেল যোগাযোগকে আরও গতিশীল করতে ইতোমধ্যে সরকার ইন্দোনেশিয়া থেকে ৫০টি কোচ আনার উদ্যোগ নিয়েছেন। আগামী ডিসেম্বরের মধ্যে সেগুলো পাওয়া যাবে। এছাড়া পঞ্চগড় থেকে ঢাকা সরাসরি রেল চালুর ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা রয়েছে এবং আরো কী ধরনের প্রস্তুতি প্রয়োজন তা দেখতেই আমরা সরেজমিন পঞ্চগড় এসেছি। সরাসরি ট্রেন চালু হলে এখানে আমদানি করা অত্যাধুনিক কোচ দেওয়া হবে।
 
গত ২০১৭ সালের জুন মাসে রেলমন্ত্রী মজিবুল হক পঞ্চগড় থেকে দিনাজপুর পর্যন্ত দুটো শাটল ট্রেন উদ্বোধন করেন। সে সময় মন্ত্রী শিগগরই পঞ্চগড় থেকে আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দিলেও উদ্বোধনের ১৬ মাসেও পঞ্চগড়-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হয়নি। 
 
২০১৩ সালে পঞ্চগড় চিনিকল মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেললাইন আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন। বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের আওতায় কাজ শুরুর ৩ বছরের মধ্যে উন্নয়ন কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পটির কাজ শেষ হয় ২০১৬ সালে গিয়ে।
 
উল্লেখ্য, ২০১১ সালে দিনাজপুরের পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ১৫০ কিলোমিটার মিটারগেজ লাইন ব্রডগেইজ রেললাইনে রূপান্তরসহ রেল লাইন ও স্টেশন আধুনিকায়নে ৯৮২ কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়। এছাড়াও রেললাইন আধুনিকায়ন হলেও পঞ্চগড়ের মানুষের দীর্ঘদিনের দাবি পঞ্চগড় থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন এখনও চালু হয়নি। পঞ্চগড় থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে পঞ্চগড়ের নাগরিক কমিটি, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
 
এমএমআর/আমিরুল ইসলাম