ঠাকুরগাঁওয়ে বাস্তুুহারা লীগের মিছিল ও সমাবেশ


বিএনপি জামাতের জঙ্গীবাদ, স্বাধীনতা বিধোরী ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস এর প্রতিবাদে ও নৌকা প্রতীকে ভোট চেয়ে ঠাকুরগাঁওয়ে আওয়ামী বাস্তুুহারা লীগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ঠাকুরগাঁও শহরের জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জেলা বাস্তুুহারা লীগের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
বিকলে শহরের বিডি হল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আ. লীগের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সে খানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা বাস্তুুহারা লীগের এস এম দুলালের, সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাস্তুুহারা লীগে সাধারন সম্পাদক সহিদুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক লোলিত কুমার রায়, সদর থানা বাস্তুুহারা লীগের আইন বিষয়ক সম্পাদক এড. রিয়াজুল ইসলাম প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় সকলকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।