নাটোরে ইভটিজিং-বাল্যবিবাহ প্রতিরোধের সচেতনতা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৩ পিএম, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮ | ৪১৭

নাটোরের সিংড়ায় স্থানীয় পুলিশ বিভাগ ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার এক এক বিশেষ উদ্দোগ নিয়ে রাস্তায় নেমেছে।

বৃহস্পতিবার দুপুরে সিংড়া থানা মোড় থেকে এই সচেতনতা অভিযান শুরু করা হয়। এতে নেতৃত্ব দেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা মোঃ মনিরুল ইসলাম।

উপজেলা পরিষদ চত্বর, মাদরাসা মোড়, বালুয়াবাসুয়া ও চলনবিল গেট এলাকায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এ বিষয়ে কথা বলতে দেয়া যায়।

এসময় শিক্ষার্থীদের মাঝে জরুরী প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেয়ার জন্য সরকারী ফোন নম্বরগুলো সবাইকে জানিয়ে দেয়া হয়। এলাকার সাধারন মানুষ ও শিক্ষার্থীরা পুলিশ বিভাগের এই বিশেষ উদ্দোগকে স্বাগত জাািনয়েছে।

এমএমআর/ফিরোজ আহমদে