মধুপুরে প্রতিমা বিসর্জনের সময় শিশুর মৃত্যু


টাঙ্গাইলের মধুপুরে উৎসবমূখর পরিবেশে আনন্দ উল্লাসে প্রতিমা বিসর্জন দেয়ার সময় মধুপুরে পানিতে পরে ৮ বছরে'র শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আনন্দের পরই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানাযায়, শুক্রবার সন্ধ্যার সময় মধুপুর উপজেলার ২নং মহিষমারা ইউনিয়নের মহিষমারা(দক্ষিন) গ্রামে নেদুর বাজার এলাকায় পূজার শেষ দিনে দক্ষিন মহিষমারার পুজামন্ডপের প্রতিমা বাজারের (নেদুর) নিকটস্থ পুকুরে আনন্দ উল্লাসের সাথে বিসর্জন দিচ্ছিলেন। এ সময় সবার অজান্তে ঐ গ্রামের জীবন বর্ম্মনের ছেলে বাধন বর্ম্মন(৮) পানিতে পড়ে যায়। সন্ধ্যার পর বাড়ীতে ছেলেকে না পেয়ে অনেক খোজাখুঁজির পর গ্রামের দুই পুজামন্ডবের কমিটিকে জানায়।
পরে লোকজন পুকুরে নেমে খোজাঁখুজি করে রাত্রি ০৮ ঘটিকার সময় বাধনের মৃতদেহ পুকুরের পানির নিচে পায়। পরে রাতেই তাকে মাটিচাপা দিয়ে সৎকার করা হয়। মহিষমারা নেদুর বাজার পশ্চিম পাড়ার যুগমায়া দূর্গা মন্দির কমিটির সাধারন সম্পাদক শ্রী অমল বর্ম্মন ও দক্ষিন মহিষমারার(নেদুর বাজার) পুজামন্ডবের সভাপতি শ্যামল চন্দ্র বর্ম্মন এ ঘটনা নিশ্চিত করেছেন।