বাসাইলে নিখোঁজের পাঁচদিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার


টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজের পাঁচদিন পর আনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে বাসাইল পৌর এলাকার উত্তরপাড়ার একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত আনোয়ারা বেগম উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের আফাজ উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আনোয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন ছিল। সে প্রায় দুই বছর পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তাকে বাড়িতে নিয়ে আসলে কাউকে না জানিয়ে গত ১৩ অক্টোবর সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান বলেন, ‘বিকেলে উত্তরপাড়ার একটি পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়রা নিহতের মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধাটি মানসিক ভারসাম্যহীন থাকায় পরিবারের কোনও অভিযোগ নেই। আর এ কারণে নিহতের পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।’