কালিহাতীতে
দৈনিক আলোকিত সকাল পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


টাঙ্গাইলের কালিহাতীতে দৈনিক আলোকিত সকাল পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় কালিহাতী প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক আলোকিত পত্রিকার কালিহাতী উপজেলা প্রতিনিধি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, উপজেলা সাব-রেজিট্রার তফাজ্জল হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেইলি নেক্সট নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি সাব্বির আহমেদ আব্বাসী, কেন্দ্রিয় সাধুসংঘের আহবায়ক হরিমোহন পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মুনসুর, মওলানা ভাষানী স্মুতি পরিষদ উপজেলা শাখার সাধারন সম্পাদক ইদ্রিস আলী (বিডিআর) কালিহাতী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ মনির হোসেন, কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য শুভ্র মজুমদারসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে মোনাজাত পরিচালনা করেন, কালিহাতী ইসলামীয়া এতিম খানার সুপার মওলানা মাহবুবুর রহমান।