গোপালপুরে দৈনিক আলোকিত সকালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকা ' দৈনিক আলোকিত সকাল' এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর ২০১৮)পত্রিকাটির গোপালপুর উপজেলা প্রতিনিধি শেখ মাহদী হাসান শিবলীর তত্বাবধানে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দিন ও উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের তালুকদার।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তরের সেলিম হোসেন, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি নুর আলম, শহর যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম ও স্থানীয় এনজিও সেভেন স্টার সমবায় লিমিটেডের সেক্রেটারী রেজাউল করিম প্রমূখ।
অনুষ্ঠানে আগত অতিথিদের কেক ও মিষ্টিমুখ করানো হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনায় অথিতিরা পত্রিকাটির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।