নাগরপুরে ৮ জেলের কারাদন্ড, ২ হাজার মিটার জাল ধ্বংস

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪২ পিএম, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮ | ৪৭৯

টাঙ্গাইলের নাগরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৮ জেলেকে কারাদন্ড দেয়া হয়েছে। সেই সাথে ধৃত মাছ বহন করার অপরাধে ১১ জন ক্রেতাকে বিভিন্ন অংকে মোট ৮ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

এ সময় মাছ ধরায় ব্যবহৃত ২ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ভস্মিভূত করে বলে ভ্রাম্যমান আদালত সূত্র জানিয়েছে। পরে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরন করে স্থানীয় প্রশাসন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীন ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মা ইলিশ ধরার খবর পেয়ে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের যমুনা নদীর তীরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ ধরার অপরাধে ৮ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সেই সাথে অবৈধ মাছ বহন করার অপরাধে ১১ জন ক্রেতাকে বিভিন্ন অংকে মোট ৮ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়। একইসাথে ২ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ভস্মিভূত করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রাপ্তরা হচ্ছে, মো. ছানোয়ার হোসেন, মো. ইব্রাহীম, মো. রমজান আলী, মোহাম্মদ আলী, লুৎফর রহমান, মো. ওসমান গণি, মো. আলী আজম, মো. আবুল কালাম আজাদ। ওই দিন বিকেলে গ্রেফতারকৃদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে।