৬ষষ্ঠ বারের মতো পুরস্কৃত হলেন এস অাই রেজা

খালিদ হাসান, বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | ৪৫৫

মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ কে রক্ষার অতন্দ্র প্রহরী তিনি। তাই ইতোমধ্যই তিনি পরিচিতি পেয়েছেন মাদক সেবীদের ত্রাস হিসেবে। তার একান্ত প্রচেষ্টায় মাদক মুক্ত হচ্ছে মোকামতলা, দেউলী, সৈয়দপুরের মত মাদক প্রেমীদের এলাকা গুলো।

অার এমন চৌকস কার্য সম্পাদন করায় বগুড়া জেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রেজাউল করিমকে ৬ষ্ঠ বারের মতো জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত করেছে জেলা পুলিশ। তার কাজের স্বীকৃতি স্বরুপ দেয়া হয়েছে সম্মাননা ক্রেস্ট।

সোমবার (১৫ অক্টোবর) বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, বিপিএম তাকে এই সম্মাননা প্রদান করেন। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ৯ মাস কর্মকালে এটি তার ষষ্ঠ সম্মাননা স্মারক অর্জন।
 
এদিকে পুলিশের এই সাব-ইন্সপেক্টরের বিশেষ অভিযানে মোকামতলা অঞ্চলে প্রকাশ্য মাদক সেবন ও বিক্রি বন্ধ হওয়ায় তাকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।
 
এব্যাপারে মোকামতলা পুলিশ তদস্ত কেন্দ্রের এই এস অাই বলেন, পুলিশ সুপার মহদয়ের নির্দেশে অত্র তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমানের দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি।