ম্যাঞ্চেস্টার সিটির তিনগুন অর্থের প্রস্তাব প্রত্যাখ্যান মেসির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | ৪৩২

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল লিওনেল মেসির লা লিগা ছাড়া নিয়ে৷ যদিও মেসি নিজে এমন গুজবে ইন্ধন জোগাননি কখনও৷ তবে শোনা যাচ্ছিল সিআর সেভেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা জারি রাখতে সিরি-এ’র দিকেই এগতে পারেন আর্জেন্তাইন তারকা৷

অবশ্য এই প্রথমবার মেসির বার্সা ছাড়ার গুজব হাওয়ায় ভেসেছে এমনটা নয়৷ পেপ গুয়ার্দিওলা ম্যাঞ্চেস্টার সিটির কোচ হওয়ার পর লা লিগা ছেড়ে প্রিমিয়র লিগে মেসির আস্তানা গাড়ার সম্ভাবনার কথা শোনা গিয়েছিল৷ তেমন কিছু না ঘটলেও খবরটা যে একেবারে মিথ্যা নয়, তা প্রমাণ হয়ে গেল এতদিনে৷

সিটির তরফে মেসিকে একদা বড় অঙ্কের আর্থিক প্রস্তাব দেওয়ার কথা জানালেন প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ক্লাবের চেয়ারম্যান খালদুন আল মুবারক৷ মেসি যে সবিনয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, সেকথাও জানিয়ে দেন আল মুবারক৷

সাংবাদিক সম্মেলনে সিটি চেয়ারম্যানের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল কোন খেলোয়াড়কে তিনি দলে নিতে আগ্রহী৷ উত্তরে আল মুবারক বলেন মেসির নাম নেন সবার আগে৷ তিনি বলেন, ‘গুয়ার্দিওলাকে মেসির সঙ্গে কথা বলতে বলা হয়েছিল৷ বার্সেলোনায় মেসি যা পারিশ্রমিক পায়, সিটিতে তাকে তার তিনগুন অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল৷ তবে ও কখনই রাজি হয়নি৷’

গত বছরই মেসির সঙ্গে চুক্তি নবিকরণ করে বার্সেলোনা৷ এটাও স্পষ্ট যে, ভবিষ্যতে আর্জেন্তাইন তারকার সঙ্গে দীর্ঘমেয়াদী ভিত্তিতে চুক্তি বাড়িয়ে নিতে চায় কাতালান ক্লাবটি৷