রাজশাহীতে গাড়িচাপায় কলেজশিক্ষক নিহত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | ৪৮১

রাজশাহীর মোহনপুরে হিউম্যান হলারের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি কলেজের শিক্ষক নুরুজ্জামান।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার একজিল তলা এলাকায় এ ঘটনা ঘটে।

মোহনপুর থানার ওসি আবুল হোসেন জানান, কলেজ শিক্ষক নুরুজ্জামান মোটরসাইকেল নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির হিউম্যান হলার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নুরুজ্জামান।