টাঙ্গাইলে তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

পারভেজ হাসান
প্রকাশিত: ১২:২৯ পিএম, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | ১১৫১

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার মুল পরিকল্পানাকারী তারেক জিয়া ও প্রশ্রয়দাতা খালেদা জিয়াকে বিচারের আওতায় আনার দাবিতে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

আজ ১৫ অক্টোবর সোমবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যোনে জেলা আওয়ামীলীগের আয়োজনে গণ সমাবেশ করে এক বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যোন এসে শেষ হয়।

গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের শুভ উদ্বোধন করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম যোহের। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, সংরক্ষিত আসনের মহিলা এমপি মনোয়ারা বেগম, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, যুগ্ম -সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, যুগ্ম -সাধারণ সম্পাদক নাহার আহমেদ।

সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়াসহ বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত শাস্তি দাবি করেন। যাবজ্জীবন কারাদন্ড আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য,২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় মামলার জীবিত ৪৯ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যদন্ডের রায় দিয়েছেন বিচারক। বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।

(১০ অক্টোবর) পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এই রায় ঘোষণা করেন।

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক রাষ্ট্রপতি (প্রয়াত) জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতা-কর্মী।

উক্ত সমাবেশে আরোও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরণ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক,প্রচার ও প্রকাশনা বিষায়ক সম্পাদক মারুফ হাসান, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম এডভোকেট, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন,সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জণ হোসেন খান তোফা প্রমুখ।