বাংলাদেশ পরিবর্তনের দৃষ্টান্ত, ভারত তার সহযাত্রী: মোদি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:১১ পিএম, শনিবার, ২৭ মার্চ ২০২১ | ৪৪৮

বাংলাদেশকে সারাবিশ্বে ‘বিকাশ ও পরিবর্তনের’ শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘ভারত আজ সবার সঙ্গে, সবার বিকাশ, সবার বিশ্বাস- এই মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখানে সহযাত্রী। বাংলাদেশ বিশ্বের সামনে বিকাশ ও পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে ভারত আপনাদের সহযাত্রী।’

আজ শনিবার গোপালগঞ্জের ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দিরে প্রার্থনা শেষ করে দেয়া বক্তব্যে এসব কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত ও বাংলা উভয়ই নিজেদের বিকাশ ও প্রগতির চেয়ে সারা বিশ্বের বিকাশ ও প্রগতি চায়। দুই দেশই বিশ্বে অস্থিরতা ও সন্ত্রাসের পরিবর্তে শান্তি চায়। ভারত ও বাংলাদেশের একসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করা উচিত। এটা আমাদের কর্তব্য।’

তিনি বলেন, ‘একভাবে এই স্থান ভারত ও বাংলাদেশের আত্মিক সম্পর্কের তীর্থস্থান। আজ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদের এই পুন্যভূমিতে প্রণাম করার সৌভাগ্য হয়েছে। আমি মাথা নত করে প্রণাম জানাচ্ছি।’

মোদি বলেন, এই দিনের এই পবিত্র মহূর্তের প্রতীক্ষা আমার বহু বছর ধরে ছিল। ২০১৫ সালে যখন আমি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বাংলাদেশে আসি, তখনই আমি এখানে আসার ইচ্ছা ব্যক্ত করেছিলাম। আমার সেই প্রত্যাশা-কামনা আজ পূর্ণ হল।