কেন্দ্রীয় আ’লীগের প্রয়াত ২ নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন নাজমুল হুদা নবীন


টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই ঘনিষ্ট সহচর বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান ও উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মির্জা তোফাজ্জল হোসেন মুকুলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন ।
৪ এপ্রিল বুধবার সকালে মরহুম দুই নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন নাজমুল হুদা নবীন ।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এম.এন ইনচার্জ ও স্বাধীন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী,বাংলাদেশের আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান ২০০৫ সালে ৪ এপ্রিল মৃত্যু বরণ করেন। অপর দিকে বাংলাদেশের আওয়ামীলীগের উপদেষ্টা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা তোফাজ্জল হোসেন মুকুল ২০১৬ সালের ৪ এপ্রিল মৃত্যু বরণ করেন।